Aaj Banglay: রাজ্য পুলিশে বড় বদল! জ্ঞানবন্ত সিংহের বদলে রাজ্য গোয়েন্দা প্রধান আর রাজশেখরণ
জ্ঞানবন্ত সিংহের বদলে রাজ্য গোয়েন্দা প্রধান আর রাজশেখরণ। সিআইডির নতুন এডিজি হচ্ছেন আর রাজশেখরণ। মাও-আতঙ্কের মধ্যেই ঝাড়গ্রামের পুলিশ সুপার বদল। ঝাড়গ্রামের নতুন এসপি হচ্ছেন অরিজিৎ সিন্হা। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ছিলেন অরিজিৎ সিন্হা। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান হলেন বিশ্বজিৎ ঘোষকে। আপাতত এডিজি এসটিএফের দায়িত্বেই জ্ঞানবন্ত সিংহ
তৃণমূলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি। পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি।‘না জানিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক করা যাবে না’রাজ্য কমিটির বৈঠকে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী: সূত্র। ‘সরকারি নিয়ম মেনে লাল বাতি-নীলবাতি ব্যবহার করতে হবে’লাল বাতি-নীল বাতির ব্যবহার নিয়ে কড়া নির্দেশ মমতার: সূত্র।
কাল সৌরভের বাড়ি যেতে পারেন অমিত শাহ। নৈশভোজে সৌরভের বেহালার বাড়ি যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের পরে সৌরভের বাড়ি যেতে পারেন অমিত শাহ।