আজ বাংলায়: রুদ্ররূপ সমুদ্রের, দিঘাতে বাঁধা হল ট্রলার, মোহনায় কড়া নজরদারি
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cycone Yaas) । ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগেই হঠাৎ ঝড় ব্যান্ডেলে (Bandel)। বিকেলে ঝড়ের তাণ্ডব। তছনছ ব্যান্ডেলের একাংশ। এর আগে গঙ্গা পেরিয়ে আছড়ে পড়ে হালিশহরে (Halisahar)। অন্যদিকে উত্তাল হয়ে উঠল দিঘা সমুদ্র। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মুষল ধারে বৃষ্টি। গোটা এলাকা পর্যটকশূন্য। দিঘা থানা ও দিঘা মোহনাতে কড়া নজরদারি চালানো হচ্ছে। অন্যদিকে রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু ফের ১৫০ পার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৫৭ জন করোনা (Corona) আক্রান্তের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজারের বেশি মানুষ। কলকাতায় দৈনিক আক্রান্ত ৩ হাজারের নিচে। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। কলকাতায় মৃত ৩৩ এবং উত্তর ২৪ পরগনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হাওড়ার শ্যামপুর ও উলুবেড়িয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্ক। ফুঁসছে রূপনারায়ণ। নদীবাঁধে আছড়ে পড়ছে ঢেউ। সরানো হচ্ছে বাসিন্দাদের।






























