Aj Bangla: শ্রীরামপুরে পুরনো দিল্লি রোডে খুনের ২২দিন পরে কিনারা। Bangla News
চাকরির দাবিতে আজ সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন নার্সিং এর চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ৫ হাজার জনের ইন্টারভিউ নেওয়া হলেও চাকরি দেওয়া হয়েছে ২ হাজার জনকে। ইন্টারভিউয়ে পাস করার পরেও তাঁরা চাকরি পাননি বলে বিক্ষোভকারীদের দাবি। দফায় দফায় আলোচনা হওয়ার পরও পাওয়া যায় নি কোন সমাধান সূত্র। পুলিশের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি আন্দোলনকারীদের। বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কয়েকজন বিক্ষোভকারী।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা দফতরের প্রধান সচিবের সঙ্গে রাজ্যপালের বৈঠক। রাজভবনে দীর্ঘ ২ ঘন্টার বৈঠক হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা এবং দায়বদ্ধতার ওপর জোর দিতে বার্তা। বৈঠকের পর ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
শ্রীরামপুরে পুরনো দিল্লি রোডে খুন, ২২দিন পরে কিনারা। খুনের অভিযোগে সস্ত্রীক বন্ধুর সঙ্গে নিহতের স্ত্রীও গ্রেফতার। ২ মে পানিহাটির শুভজ্যোতি বসুর মুণ্ডহীন দেহ উদ্ধার।