আজ বাংলায়: হাইকোর্টের নির্দেশের পর SIT-র কাছে বয়ান দিলেন আনিস খানের বাবা ও পরিবারের সদস্যরা | Bangla News
হাইকোর্টের নির্দেশের পর সিটের (SIT) কাছে বয়ান। সিটের কাছে বয়ান দিলেন আনিস খানের বাবা। পরিবারের সদস্যদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। আনিসের সমাধিস্থলেও নিরাপত্তা দিল সিট। বসানো হল সিসি ক্যামেরা।
আমতা থানার (Amta Police Station) ওসি দেবব্রত চক্রবর্তীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল। দু'দফায় আমতা থানার ওসিকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ। আমতা থানার অফিসার ইনচার্জের দায়িত্বে আসছেন কিঙ্কর মণ্ডল।
ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার হামলা। রাশিয়ার এই হামলার পরেই ভারতের সাহায্য চাইল ইউক্রেন। জরুরি বৈঠকে নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে নরেন্দ্র মোদি।
'পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে আটকে ২০ হাজার ভারতীয়। ফিরে আসতে পেরেছেন ৪ হাজার জন ভারতীয়। আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ভারতীয়দের নিরাপত্তায় অগ্রাধিকার। খোলা হয়েছে কন্ট্রোল রুম', সাংবাদিক বৈঠক করে জানাল বিদেশমন্ত্রক।