(Source: ECI/ABP News/ABP Majha)
Left Front Youth Protest: বাম নেতার মৃত্যুর প্রতিবাদের আঁচে উত্তপ্ত সেন্ট্রাল অ্যাভিনিউ, অবরুদ্ধ রাস্তা
বাম নেতার মৃত্যুর প্রতিবাদ এবং বিক্ষোভের আঁচ ছড়িয়েছে বিভিন্ন জায়গায়। একদিকে যেমন শহরের পথে পথে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী-সমর্থকরা। অন্যান্য জায়গাতেও চলছে বিক্ষোভ। সেন্ট্রাল অ্যাভিনিউ অবরুদ্ধ হয়ে পড়েছে। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি নবান্ন অভিযানে গিয়ে বাম যুবকর্মীর মৃত্যু নিয়ে বলেন, "যে কোনও মৃত্যই দুঃখজনক। কীভাবে মারা গেলেন তা ময়নাতদন্ত হওয়ার পর বোঝা যাবে। তিনদিন আগে একটি ছেলেকে ভর্তি করা হয়েছিল। অথচ তাঁর বাড়ির লোককে জানানো হল না। পুলিশকে জানানো হল না। পুলিশকে দেখছে ও দেখবে। আমি সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty) বলেছি, ছেলেটির পরিবার যদি চায় তবে আমি পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য ও আর্থিক সাহায্য করার জন্য তৈরি আছি।" চিকিৎসায় গাফিলতির অভিযোগে সাতটি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন। সালকিয়ার স্পেশালিটি নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দুই লক্ষ টাকা জরিমানা করে নার্সিংহোম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরএন টেগোর হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়তি বিলের জন্য সিএমআরআইকে ৩৭ হাজার টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে এখনও কোনও হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি।