Aj Banglay : "কৃষকদের কুকুর বলার স্পর্ধা দেখাচ্ছেন কেন্দ্রীয়মন্ত্রী, এটাই কি অমৃত কাল ?", খোঁচা তৃণমূলের
কৃষক নেতাদের কুকুরের সঙ্গে তুলনা করে বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। "চলন্ত গাড়ি দেখলে কুকুর তেড়ে আসে। আপনারা পাশে থাকলে রাকেশ টিকায়েতরা কিছুই নয়।" কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, আক্রমণে তৃণমূল। "কৃষকদের কুকুর বলার স্পর্ধা দেখাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, এটাই কি অমৃত কাল ? কেন্দ্রীয় সরকারের পাহাড়প্রমাণ ব্যর্থতার দরুণ প্রতিবাদে বাধ্য হয়েছেন কৃষকরা। কেন্দ্রীয় মন্ত্রীকে এই মন্তব্যের দায় নিতে বাধ্য করুন প্রধানমন্ত্রী।" অজয় মিশ্রর বিতর্কিত মন্তব্য ট্যুইট করে দাবি তৃণমূল কংগ্রেসের।
এতদিন আমরা বলতাম বদলা নয়, বদল। কিন্তু অনেক হয়েছে এবার মারের বদলা মার। প্রকাশ্যে বিরোধীদের হুমকি সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেউ কিছু বললে মাইক ভেঙে দেব, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।
‘পাচারের টাকায় নেপালে মেডিক্যাল কলেজ লাভপুরের তৃণমূল বিধায়কের’। অভিজিত্ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের।