Ananda Live : শুভেন্দুর এলাকা কাঁথিতে দাঁড়িয়ে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের
শনিবারের বারবেলায় দুই মহারথীর ডুয়েল! অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। দু’জনের গলাতেই উঠে এল সেই ডিসেম্বর হুঁশিয়ারি! কিন্তু কী হবে ডিসেম্বরে? কী চমক? কে দেখাবে? আদৌ হবে তো? এরকমই নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতিতে।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সেদিন তাঁর সঙ্গে সেটিংয়ের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু, তিনি অন্যদের নিয়ে যাওয়ায় তা হয়নি। তৃণমূল অবশ্য এই অভিযোগে গুরুত্ব না দিয়ে, পাল্টা সুর চড়িয়েছে।
এবার শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, ইডি, সিবিআইয়ের নাম করে তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে এনিয়ে আদালতে তথ্য পেশের চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি। পাল্টা ডায়মন্ড হারবারের সভা থেকে নাম না করে তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও।





























