Ananda Live: নৈহাটির কাছে শ্যুটআউট, গুলি-বোমায় আহত একাধিক
কাঁকিনাড়ায় বোমায় শিশুর মৃত্যুর পরে এবার নৈহাটির কাছে শ্যুটআউট। এবার ব্যারাকপুর কমিশনারেটের শিবদাসপুরে গুলি-বোমা। ভর সন্ধ্যায় নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি-বোমা, আহত ৩। নৈহাটির কাছে শিবদাসপুরের জনবহুল এলাকায় গুলি-বোমা। একজনের শরীরে ৩টি গুলি, আরও ২জন বোমায় আহত। বাইকে করে ৪-৫জন দুষ্কৃতী এলাকায় ঢুকে হামলা চালায়, দাবি স্থানীয়দের। গ্রামে একটি গণ্ডগোলের পাল্টা জবাব দিতে হামলা বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ৩জনকে নিয়ে যাওয়া হচ্ছে জেএনএম হাসপাতালে। গুলি-বোমায় আহত ৩জনের মধ্যে ২জন তৃণমূলকর্মী।
বিরোধীদের হাত থাকতে পারে, আশঙ্কা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তৃণমূল মানেই তো গুলি-বোমা, কী করছে পুলিশ? পাল্টা প্রশ্ন বিজেপির। কোথা থেকে আসছে এত গুলি-বোমা? প্রশ্ন তুলে আক্রমণে বিরোধীরা।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)