আনন্দ সকাল (১): সকাল-সকাল শহরে দুর্ঘটনা! লোকাল ট্রেন চালু হওয়া নিয়ে সব আপডেট, একনজরে
মানিকতলা বাজারের কাছে দুর্ঘটনা। তবে বড়োসড়ো কোনও দুর্ঘটনা ঘটেনি। বেপরোয়া লরির ধাক্কায় ভেঙে পড়ে বাসস্ট্যান্ডের শেড। লাগোয়া চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা চারজন আহত। ক্রেন এনে তাঁদের তোলা হয়। চারজনই হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই শুরু হয়েছে শেডটি ভেঙে ফেলার কাজ। লোকাল ট্রেন চালানো নিয়ে আজ নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের আধিকারিকদের বৈঠক। লোকাল ট্রেন ফের চালু হলে, কীভাবে তা চালানো হবে? ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হবে? এ সব নিয়েই আলোচনার সম্ভাবনা বলে নবান্ন সূত্রে খবর। এই প্রেক্ষিতে সোমবার বিকেল ৫টায় রেলের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার। কল্যাণীর গয়েশপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর। আজ ১২ ঘণ্টা কল্যাণী বনধের ডাক বিজেপির। গতকাল তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উঠল গো ব্যাক স্লোগান। পাল্টা কল্যাণী থানা ঘিরে বিক্ষোভ বিজেপির। অভিযোগ, হেনস্থার সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।