Chhattisgarh: ২৩-এর আগে ছত্তীসগঢ়ে পুরভোটে কংগ্রেসের বাজিমাত, বিজেপির ধাক্কা | Bangla News
২৩-এর ভোটের আগে ছত্তীসগঢ়ে (Chhattisgarh) বিজেপির ধাক্কা। রাজ্যজুড়ে পুরভোটে বিজেপিকে (BJP) পিছনে ফেলল কংগ্রেস। ৩০০টি ওয়ার্ডে গণনা শেষ, গণনা চলছে ৭০টি ওয়ার্ডে। ৩০০টি ওয়ার্ডের মধ্যে ১৭৪টি ওয়ার্ড দখল করেছে কংগ্রেস (Congress)। ৮৯টি ওয়ার্ড দখল করেছে বিজেপি। জয়ী প্রার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। "সেমিফাইনাল জিতেছি, ফাইনালও জিতব। ২০২৩-এ ক্ষমতায় ফিরবে কংগ্রেস পুরভোটের ফলপ্রকাশের পর প্রতিক্রিয়া ছত্তীসগঢ় কংগ্রেসের।
ফিরহাদ হাকিমের ডেপুটি হিসাবে অতীন ঘোষের ওপরেই ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের পুরসভার চেয়ারপার্সন মালা রায়। মেয়র পারিষদে চারজনকে আনা হয়েছে, যারা এই প্রথম সুযোগ পেলেন।
এদিকে, দেশে বাড়ছে ওমিক্রন (Omicron)। করোনার (Corona) নতুন ভ্যারিয়্যান্টের থেকে সাবধান থাকুন। সতর্ক থাকুন। বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। খোঁজ নিলেন দেশের জনস্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে। জেলাস্তরে দ্রুত কঠোর কন্টেনমেন্ট বিধি লাগু করা দরকার। এই মর্মে সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।