(Source: ECI/ABP News/ABP Majha)
কী পরিস্থিতি অগ্নিবিধ্বস্ত নতুন কয়লাঘাটা বিল্ডিংয়ের? Ground Zero য় ABP Ananda, সঙ্গে আরও খবর
সোমবার স্ট্র্যান্ড রোডে (Strand Road) ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাহত হয়েছে রেলের টিকিট বুকিং ব্যবস্থা। সেই ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন রেলের টেলিকম বিভাগের কর্মীরা। এই মুহূর্তে দুটি জেনারেটর ভ্যানকে পাওয়ার ব্যাকআপের জন্য রাখা হয়েছে। সার্ভার রুমকে (Server Room) আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়েছে রাতভর কাজ। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। নমুনা সংগ্রহ ও তদন্তের স্বার্থে বন্ধ রয়েছে বহুতলের সব অফিস। এদিকে ২ ABVP কর্মীকে মারধরের অভিযোগ উঠল রহড়ায় (Rahara)। গতকাল বিকেলে ঘটনাটি ঘটে। তাঁদের অভিযোগ, তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর আচমকাই চড়াও হয়। এমনকি তাদের আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়। অভিযোগ, এবিভিপি (ABVP) করার কারণে মারধর করেছে তৃণমূল কর্মীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, পুরোটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।