বক্তা তালিকায় না থেকেও কীভাবে ভাষণ? দীনেশের ইস্তফা নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে তৃণমূলের চিঠি, সঙ্গে অন্য খবর
বক্তা তালিকায় না থাকলেও কীভাবে ৪ মিনিটের ভাষণ? দীনেশের (Dinesh Trivedi) ইস্তফার ঘোষণায় তদন্ত চেয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি তৃণমূলের (TMC)। রাজনৈতিক ভুল তৃণমূলের, পাল্টা বিজেপি (BJP)।
অন্যদিকে ২ সপ্তাহ হল তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এবার তাঁর বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে তদন্তের সুপারিশ করল ক্রেতা সুরক্ষা দফতর (Consumer Affairs Department)। রাইট টু পাবলিক সার্ভিসের কমিশনার পদ নিয়ে এক ব্যক্তির চিঠিকে হাতিয়ার করে এই পদক্ষেপ করা হয়েছে। ২০১৫ সালে রাইট টু পাবলিক সার্ভিসের (Right to Public Service) কমিশনার করা হয় রুদ্রনীল ঘোষকে। পদের জন্য বেতন হিসেবে মাসে ২.৫ লক্ষ টাকা পেতেন তিনি। গতবছর ডিসেম্বর মাসে তাঁর মেয়াদ শেষ হয়। আর এদিকে কলকাতায় কার্যত শীত উধাও। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।






























