আনন্দ সকাল (২): করোনায় বিশ্বজুড়ে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, সঙ্গে অন্যান্য খবর
দুদিন হতে চলল, কিন্তু শুরু করা গেল না দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেটের মেরামতি। বাঁকুড়ার একাংশে চরমে জল-সঙ্কট। জলসঙ্কটের আশঙ্কা দুর্গাপুর, আসানসোলেও। লকগেট মেরামতিতে সবরকম পদক্ষেপ করা হয়েছে, দাবি রাজ্য সরকারের। জলসঙ্কট মোকাবিলায় পদক্ষেপ জনস্বাস্থ্য কারিগরি দফতরের। অন্যদিকে বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত ও আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক সুস্থতার সংখ্যায় রেকর্ড। একদিনে ৫ লক্ষের বেশি বাড়ল সুস্থতার সংখ্যা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১১ লক্ষ ৯৯ হাজার ৫০০ জনের। আক্রান্ত ৪ কোটি ৬৪ লক্ষ ১৯ হাজার ৯৩৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৫৬ জনের। গতকাল দৈনিক মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৮৩০। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার ৫১৫। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৪ লক্ষ ৮২ হাজার ৭৮৫। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৯ হাজার ৫৫৯ জন। একদিনে রেকর্ড বেড়ে সুস্থতার সংখ্যা ৭ লক্ষ ৯৪ হাজার ৮৭৬।