Ananda Sakal III: 'কোলে চড়ে রাজনীতিতে এসেই সাংসদ', অভিষেকের বিরুদ্ধে আরও কড়া দিলীপ ঘোষ
'ভাইপো'র পর এবার 'খোকাবাবু'! নাম না করেই এবার খোঁচা দিলীপ ঘোষের। সোমবার দমদমের হনুমান মন্দিরে পুজো দিতে গিয়ে দিলীপ নাম না করেই বলেন, 'ওঁর ভাইপো বলায় আপত্তি? তবে খোকাবাবু বলব।' রবিবার সাতগাছিয়ার সভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,‘ভাইপো বলে বারবার আমাকে ডাকা হয়েছে। যে ভারতীয় জনতা পার্টি আমাকে বারবার ভাইপো বলে ডাকছে, তাদের সাহস থাকলে আমার নাম ধরে ডাকুক।' তার ঠিক পরদিনই বিজেপির রাজ্য সভাপতির এই উক্তি। তিনি আরও বলেন, 'ওঁকে খোকাবাবু বলব না তো কী! কোলে চড়ে রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই বসে আছেন!' রাতের আকাশে ফের বিরল মহাজাগতিক ঘটনা। আজ চলতি বছরে শেষ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। কিন্তু ভারত থেকে দেখা যাবে না এই গ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর ১টা ৪ মিনিটে। গ্রহণের উত্তঙ্গ মুহূর্ত দুপুর ৩:১৩ মিনিট। শেষ বিকেল ৫টা ২২ মিনিটে। গ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা-সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।































