Ananda Sakal III: Ramnagar-য়ে ‘Mega Show’-তে ‘দলেই আছি’ বার্তা Suvendu Adhikari-র, সঙ্গে অন্য খবর
জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে Rabindra Sarovar-এ করা যাবে না Chhath Puja। KMDA-র আবেদনের মামলায় স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা। এলাকা ছেয়ে গেছে বিভিন্ন ফ্লেক্সে। যেখানে লেখা আছে ১৯-২১ নভেম্বর অবধি প্রাতর্ভ্রমণকারীদের জন্য সরোবর বন্ধ থাকবে। আবার অন্যদিকে কখনও বসন্তের কোকিল, কখনও elected মেম্বার আবার কখনও সকলের পাশে থাকার কথা! নাম না করে কাকে বার্তা দিয়ে চলেছেন Suvendu Adhikari? তবে TMC সূত্রে খবর, দলে সাংগঠনিক বদলের কথা বলেছেন পরিবহণমন্ত্রী। এ নিয়ে আগামী সপ্তাহেই ফের বৈঠকের সম্ভাবনা। গতকাল অখিল গিরির গড়ে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, “আমি কিন্তু দলেই আছি।“ এপ্রসঙ্গে অখিল গিরি জানান, “ওর দলে থাকা না থাকা এক।“
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)