Ananda Sakal IV: নাড্ডার কনভয়ে হামলা নিয়ে তুঙ্গে 'IPS সংঘাত', চড়ছে কেন্দ্র-রাজ্য তরজার পারদ
বাংলা সফর সেরে দিল্লি ফিরেই করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি JP Nadda। আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে। কিন্তু তাঁর কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত এখনও অব্যাহত। দিনে দিনে তা বাড়ছে। রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডে, নাড্ডার কনভয়ে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ ক্যাডারের এই তিন অফিসারকে দিল্লিতে ডেপুটেশনে ডেকেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের চিঠিতে অসম্মতি জানিয়ে পাল্টা চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। বাংলার জামাইয় তথা জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘিরেই এখন তোলপাড় গোটা দেশ। আর স্বামীর কনভয়ে হামলার ঘটনায় বেজায় ক্ষুন্ধ বাঙালি কন্যা মল্লিকা। 'যে সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি, সেই বাংলায় এমন ঘটনা হওয়ায় খুব খারাপ লাগছে। যেখানে বাক স্বাধীনতা নিয়ে কথা হয়, সেখানে এমন ঘটনা কখনোই কাম্য নয়', জানালেন মল্লিকা।