আনন্দ সকাল (৪): বিজেপিকে ‘অতিমারী’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, বেলেঘাটা বিস্ফোরণে চাঞ্চল্যকর দাবি ক্লাব-সদস্যদের, সঙ্গে অন্য খবর
২২ অক্টোবর পুজো নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে পুজো নিয়ে বার্তা দেবেন মোদি। পুজোর আগে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। বিশ্বজননীকে আহ্বানে বঙ্গ জননী, তাতে পিএম, এইচএম কে এলেন তাতে কিছু যায় আসে না, কটাক্ষ ফিরহাদ হাকিমের। গতকাল জাগো বাংলা শারদ সংখ্যার প্রকাশ অনুষ্ঠান ছিল। যেখানে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে অতিমারি বলে কটাক্ষ তৃণমূল নেত্রীর। ‘আপনাদের মতো অশুভ শক্তি বিনাশে মা আসেন পৃথিবীতে’, কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। সাতসকালে বেলেঘাটায় ক্লাবঘরে বিস্ফোরণ। ভাঙল দেওয়াল, উড়ল অ্যাসবেস্টসের ছাদ। সকাল সাড়ে ৬টা নাগাদ গান্ধী ভবনের ঢিল ছোড়া দূরত্বে ওই ক্লাবের তিনতলার ঘরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। ক্লাবঘরে বোমা মজুত করা ছিল কিনা, খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। ক্লাব সদস্যদের দাবি, করোনা আবহে দু'জন মুখে গামছা বেঁধে আসেন এবং তারপরই বিকট আওয়াজ শোনা যায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।






























