আনন্দ সকাল (১): ফের যৌন নির্যাতনের অভিযোগ হাথরসে, হায়দরাবাদে বাড়ি ধসে মৃত্যু, সঙ্গে অন্য খবর
সঙ্কটজনক হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি। রাতে তাঁর ভালো ঘুম হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মাত্রা নিয়ন্ত্রিত। কিন্তু বর্ধিত সোডিয়ামের মাত্রা নিয়ে চিকিৎসকরা চিন্তিত। আজ তাঁর সমস্ত রিপোর্ট পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত কয়েকদিন ধরে রাজ্যে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। সেই সঙ্গে সরকারি ও বেসরকারি হাসপাতালে কমছে খালি বেডের সংখ্যা। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের অনেক হাসপাতালে একটিও করোনা-বেড খালি নেই।
ফের যৌন নির্যাতনের অভিযোগ হাথরসে। হাথরসের সাসনি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশের অভিযোগ, অভিযুক্ত ওই নাবালিকার আত্মীয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত।
প্রবল বৃষ্টিতে হায়দরাবাদের বান্দালাগুড়া এলাকায় বাড়ি ধসে এক শিশু সহ ৯ জনের মৃত্যু। আহত আরও কয়েকজন। গতকাল সকাল থেকেই হায়দরাবাদে প্রবল বৃষ্টি শুরু হয়। কোনও কোনও জায়গায় জল জমে যায়। এরই মধ্যে বান্দালাগুড়া ভেঙে পড়ে একটি পুরনো বাড়ি। পরে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয় এক শিশু সহ ৯ জনের মৃতদেহ।