আনন্দ সকাল (Seg 1): বকটুই জুড়ে ভয়ের ছায়া, আতঙ্কে গ্রামছাড়া নিহত উপপ্রধানের পরিবারও | Bangla News
রামপুরহাটের (Rampurhat) বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? আগুনে পোড়া বাড়িগুলির অবস্থান তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়ি। আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও। শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার পর একদিন পেরিয়ে গেলেও এখনও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোচ্ছে।
এদিকে, অগ্নিসংযোগের ঘটনায় রামপুরহাট থানায় এফআইআর দায়ের হয়েছে। এদিকে, ভাদু শেখকে খুনের ঘটনায় ধৃত ১১ জনকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের মধ্যে একজন নিহত তৃণমূল উপপ্রধানের দাদা। খবর সূত্রের।
২৭ দিন পার। কিভের পর এবার রাশিয়ার নিশানায় ইউক্রেনের মারিউপোল। ১০ মিনিট অন্তর চলছে বোমাবর্ষণ। ইউক্রেনে জৈব-রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। আশঙ্কা আমেরিকার। যুদ্ধবিধ্বস্ত কিভ, খারকিভ থেকে পালিয়ে আসা মানুষ ভিড় করছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে। তাঁদের যন্ত্রণার সাক্ষী এবিপি আনন্দ।