Ananda Sakal (Seg 1): ঝালদা-কাণ্ডে IC’র পর চাঞ্চল্যকর অভিযোগ উঠল পুলিশের দিকেও ।Bangla News
কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায়, ঝালদা থানার IC’র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল। এবার, পুলিশের বিরুদ্ধে উঠল আরও এক গুরুতর অভিযোগ। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, ঝালদার SDPO ও পুরুলিয়ার পুলিশ সুপার ফোন ধরেননি।
মদের সঙ্গে ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে বারুইপুরের রানাবেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রথীন গায়েনের পোলট্রি ফার্মে মদের আসর বসে। মদ্যপানের সময় জল শেষ হয়ে যাওয়ায় ভুল করে কীটনাশক মিশিয়ে খেয়ে ফেলেন কয়েকজন। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)