Ananda Sakal (Seg 1): ছাড় নেই আয়করে, বাজেটে হতাশ মধ্যবিত্ত|Bangla News
মধ্যবিত্তের আশায় জল ঢেলে, এবারও আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াল না মোদি সরকার। ফলে বাজেট শুনে হতাশ মধ্যবিত্ত। এনিয়ে মোদি সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি অবশ্য বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন
আগামী ৫ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থানই সরকারের লক্ষ্য। বেকারত্ব-বিতর্কের আবহে বাজেট ঘোষণার সময় এই লক্ষ্যমাত্রার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে বেকারত্ব কমানো নিয়ে দিশা দেখাতে ব্যর্থ কেন্দ্র। অভিযোগ কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের। যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের বাজেট। দাবি প্রধানমন্ত্রীর।
আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বইবে পূবালি হাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে। সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এরইমধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।