Ananda Sakal (seg 1): বগটুই গ্রামে পুলিশ পিকেট, আজ আদালতে পেশ আনারুলকে।Bangla News
আজ রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে তারা। অন্যদিকে, রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আজ আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য গতকাল গ্রামে ফিরেছিলেন নিহতদের পরিবারের সদস্যরা। ফের তাঁরা গ্রাম ছেড়েছেন। যদিও গ্রামে পুলিশ পিকেট রয়েছে।
রামপুরহাটকাণ্ডের প্রেক্ষিতে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর, বৃহস্পতিবার তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, এই আনারুল একসময়ে ছিলেন ছিলেন রাজমিস্ত্রি। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর উত্থান শুরু হয়। মাটির বাড়ির জায়গা নেয় অট্টালিকা।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)