Ananda Sakal(Seg 2): কেউ ছাড়লেন বাড়ি, কেউ দিলেন আয়ের সন্ধান, ইউক্রেনের শরণার্থীদের পাশে পোল্যান্ডের বাঙালিরা ।Bangla News
উত্তর ২৪ পরগনার বারাসাতের কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক আজ সকাল ৭টা নাগাদ অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ১১৬-র বি জাতীয় সড়কে আজ সকাল ৬টা থেকে অবরোধ করেন ধর্মঘটীরা। দিঘা যাওয়ার এই রাস্তায় অবরোধের জেরে দাঁড়িয়ে যায় সার সার গাড়ি। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির নেতৃত্বে চলে অবরোধ।
বীরভূমের রামপুরহাটে আজ সকালে মিছিল করেন বাম কর্মী সমর্থকরা। বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট দশেক অবরোধ করা হয়।
পোল্যান্ডের(Poland) ওয়ারশে থাকা প্রায় ২০০ বাঙালি দাঁড়ালেন ইউক্রেন যুদ্ধের (Ukriane War) শরণার্থীদের পাশে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে যাঁরা পোল্যান্ডে এসেছেন, তাঁদের দোভাষী হিসেবে কেউ কেউ কাজ করছেন। কেউ আবার আয়ের বিকল্প পথের সন্ধান দিয়ে সাহায্য করছেন শরণার্থীদের। আবার কেউ নিজের বাড়িই ছেড়ে দিয়েছেন তাঁদের থাকার জন্য।