Ananda Sakal (Seg 2): বালিগঞ্জের উপনির্বাচন ঘিরে তুঙ্গে বাবুল-বিজেপি তরজা।Bangla News
বালিগঞ্জের উপনির্বাচন ঘিরে আরও সপ্তমে উঠল বাবুল সুপ্রিয়র সঙ্গে বিজেপির সংঘাত। বিজেপির হয়ে গাওয়া গান, এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধেই প্রচারে ব্যবহার করতে চলেছে গেরুয়া শিবির। যদিও তা গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূল প্রার্থী। দিলীপ ঘোষের সঙ্গেও বাগযুদ্ধে জড়িয়েছেন বাবুল।
আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্র দু’টি শিক্ষিত লোক অধ্যুষিত! এখানে বক্তৃতার জন্য ফিটার মিস্ত্রিটিকে নামাবেন না! বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের ট্যুইট ঘিরে শুরু হয়েছে হইচই। জল্পনা, নাম না করে দিলীপ ঘোষকে নিশানা করেছেন তথাগত রায়। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
কয়লা ও গরু পাচারে উত্তরবঙ্গের তৃণমূল নেতারাও জড়িত। পুলিশ-প্রশাসনের একাংশের মদতে চলছে এই কারবার। সিবিআই তদন্ত হলেই দৌড়োদৌড়ি শুরু হবে, দাবি করলেন সুকান্ত মজুমদার। তারা এজেন্সির ভয় পায় না, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল।