আনন্দ সকাল (Seg 2): রাজ্যপাল-অধ্যক্ষ সংঘাত অব্যহত। Bangla News
বিধানসভায় দু’বারই তাঁর বক্তব্য ব্ল্যাক আউট করা হয়েছে। পরিস্থিতি ছিল জরুরি অবস্থার মতো। বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব ও কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। রাজ্যপালকে অসম্মান করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপিও। পাল্টা রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
শুধু আচার্য নন, মুখ্যমন্ত্রীকে রাজ্যপালও বানিয়ে দিন। আচার্য নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে, এই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল মনোনিত, মুখ্যমন্ত্রী নির্বাচিত। পাল্টা কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ললিপপ দেখিয়ে ভোট নিয়েছে বিজেপি। এবার পাহাড়ের মানুষ তাদের জবাব দেবে। হুঙ্কার ছুড়লেন বিনয় তামাং। সেইসঙ্গে তৃণমূলে যোগ দেওয়া নেতা, বিমল গুরুঙের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন। আর এই ইস্যুতে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড।
ওমিক্রন উদ্বেগের মাঝেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আজ থেকে ফের নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিল প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি। এবার মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশে ওমিক্রন আক্রান্তের হদিশ। এই নিয়ে দেশের ১৯টি রাজ্যে ছড়াল সংক্রমণ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ওমিক্রন আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। সিডনির বাসিন্দা ৮০ বছরের ওউ রোগীর করোনার দুটি টিকা নেওয়া ছিল বলে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য দফতর জানিয়েছে। অন্যদিকে, করোনা আক্রান্ত অস্ট্রেলিয়া সফররত ইংল্যান্ড ক্রিকেট টিমের দুই সাপোর্ট স্টাফ। তাঁদের পরিবারের দুই সদস্যও আক্রান্ত, জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
শীতের দাপট কমার পাশাপাশি, বর্ষশেষে বৃষ্টির পূর্বাভাস। আজ থেকেই আংশিক মেঘলা আকাশ। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে। বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়াতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের পার্বত্য এলাকা ও সিকিমে হবে তুষারপাত। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী এক সপ্তাহ জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।