Ananda Sakal : ফের সিবিআই তদন্তের দাবি নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রীর।Bangla News
বীরভূমের রামপুরহাটে খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। জাতীয় সড়কের ধারের দোকানে চা খাওয়ার সময়, তাঁকে লক্ষ্য বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলা, চার বিধায়কের বসার জায়গা বদল করা হল। গতকাল বিধানসভায় মুকুল রায়ের পাশে, ট্রেজারি বেঞ্চের আরও কাছে পাশাপাশি বসলেন তাঁরা। এ’নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
কংগ্রেস কাউন্সিলর খুনে আইসি-র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠলেও, এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কর্তব্যে গাফিলতির অভিযোগে ঝালদা থানার ৫ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। এই অবস্থায় ফের সিবিআই তদন্তের দাবি তুলেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)