আনন্দ সকাল (Seg 3): আমলা-নিয়ন্ত্রণ ঘিরে চরমে সংঘাত, প্রধানমন্ত্রীকে ফের চিঠি মুখ্যমন্ত্রীর | Bangla News
আমলা নিয়ন্ত্রণ বিতর্কে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে। এবার ১৯৫৪ সালের আইএএস ক্যাডারবিধি সংশোধনী প্রস্তাবের আপত্তি জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে (PM Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। আইন সংশোধন করে আমলাদের মাথায় খাঁড়া ঝুলিয়ে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি।
ট্যাবলো ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আগামী সপ্তাহে হাইকোর্টে ফের এই মামলার শুনানির সম্ভাবনা। নেতাজি-কন্যার পর, ট্যাবলো ইস্যুতে এবার সরব হলেন নেতাজি পরিবারের সদস্য ও প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসু। দিলীপ ঘোষ বলেন, "২৯টি রাজ্য ট্যাবলো পাঠিয়েছে। ১২টি মনোনীত হয়েছে। বিশেষ রাজ্য বা বিরোধী বলে এসব হয়নি। মনোনয়নের একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। ট্যাবলোর থেকে তৃণমূলে রাজনীতিতে আগ্রহ বেশি, তাই তারা জলঘোলা করছে।"
ইংরেজবাজার পুরসভা প্রকাশিত ডায়েরিতে নাম নেই মৌসম বেনজির নুরের (Mausam Benzir Noor)। এ নিয়ে ক্ষোভ প্রকাশ তৃণমূল সাংসদের। ছোট ভুল, পরের বার সংশোধন করা হবে, প্রতিক্রিয়া পুর কর্তৃপক্ষের। তৃণমূলের প্রতিহিংসার রাজনীতি, কটাক্ষ বিজেপির।