Ananda sakal (Seg 3): দু’বছর পর আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। Bangla News
আজ শুরু মাধ্যমিক পরীক্ষা। দু’বছর পর ফের হলে বসে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। এবার ১১ লক্ষের বেশি রেকর্ড পরীক্ষার্থী। স্পর্শকাতর এলাকায় পরীক্ষা শুরুর আগে বন্ধ ইন্টারনেট। আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়াতে পরীক্ষার্থীদের ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থাকো, নিশ্চয় সাফল্য পাবে। এই বিশাল পরীক্ষা ব্যবস্থায় সবাইকে সাহায্যের হাত বাড়ানোর আবেদন জানাই।
ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জলাতঙ্ক টিকার জন্য চালু হচ্ছে বিশেষ মোবাইল মেসেজ রিমাইন্ডার ব্যবস্থা। বিশেষ মোবাইল মেসেজ রিমাইন্ডার ব্যবস্থা চালু করছে বেলেঘাটা আইডি হাসপাতাল। জলাতঙ্কের প্রথম টিকা নেওয়ার পর অনেকেই দ্বিতীয় ডোজ নিতে ভুলে যান। তাদের জন্যই চালু হচ্ছে এই বিশেষ মোবাইল মেসেজ রিমাইন্ডার ব্যবস্থা। নিউমোনিয়া-সোয়াইন ফ্লু-এর টিকার ক্ষেত্রে একই ব্যবস্থা চালু হবে।
পরবর্তী ডোজ মনে করানোর জন্য মোবাইল মেসেজ রিমাইন্ডার ব্যবস্থা চালু হবে।
চলতি মাসের ১০ তারিখ থেকে চালু হবে এই ব্যবস্থা।