Ananda Sakal : সরিষাহাট বাজারে কুপিয়ে খুন যুব তৃণমূল নেতা, পালাতে গিয়ে ধরা পড়ে গণপ্রহারে মৃত ১ দুষ্কৃতী | Bangla News
লতা মঙ্গেশকরকে মা বলে ডাকতেন বাপি লাহিড়ি ডাকতেন। লতাও বাপিকে ছেলের মতোই স্নেহ করতেন। লতা মঙ্গেশকরের প্রয়াণ তাঁকে কতটা ধাক্কা দিয়েছিল, সেটা পরিষ্কার হয়ে গেছিল বাপি লাহিড়ির সোশাল মিডিয়া পোস্টে। তবে দিন দশেকের মধ্যে সেই মায়ের কাছে চলে গেলেন তিনিও।
বিউগলের সুর। গান স্যালুটে শেষ বিদায় জানানো হল গীতশ্রীকে। শেষযাত্রায় রবীন্দ্র সদন থেকে হেঁটে কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত যান মুখ্যমন্ত্রী। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পূর্ণ মর্যাদায় শেষবিদায় জানানো হয়।
ডায়মন্ড হারবারের সরিষাহাটে বাজারের মধ্যে এক ব্যক্তিকে কুপিয়ে খুন। পালাতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। স্থানীয়দের দাবি, সকাল সাড়ে ৭টা নাগাদ ধারাল অস্ত্র নিয়ে এক ব্যক্তির ওপর চড়াও হয় চার দুষ্কৃতী। এলোপাথাড়ি কোপানোয় ওই ব্যক্তির মৃত্যু হয়। পালানোর সময় এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে গণপিটুনিতে মৃত্যু হয় ওই হামলাকারীর। আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে খুন বলে প্রার্থমিক তদন্তে পুলিশের অনুমান।