Ananda Sakal : প্রবল দাবদাহে স্বস্তির বার্তা, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। Bangla News
টানা ৫৭ দিন কলকাতায় বৃষ্টি নেই। কাঠফাটা গরম থেকে এখনও মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি।
দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের তরফ থেকে জলছত্র খোলা হয়েছে। ২ নম্বর জাতীয় সড়কে দেখা যাচ্ছে যান চলাচল অনেকটাই কম। ইতিমধ্যে বেশ কিছু স্কুল সকালে শুরু হয়েছে এবং বাচ্চাদের ১০টার মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল রাজ্য সড়ক বা জাতীয় সড়কের মোড়ে মোড়ে জলছত্র খুলেছে পথচারীদের জন্য।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)