আনন্দ সকাল (Seg 3): NRS-ন্যাশনাল মেডিক্যালের শতাধিক চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীর কোভিড সংক্রমণ | Bangla News
এনআরএস (NRS) এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজ মিলিয়ে প্রায় শতাধিক চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নার্সিং এবং স্বাস্থ্যকর্মী সংক্রমণের মুখে পড়েছেন। করোনা আক্রান্ত রিজিওনাল ইন্সটিটিউশন অফ অপথ্যালমোলজির ১৫ জন চিকিৎসক। হাজরায় চিত্তরঞ্জন সেবাসদনে ৭০ শতাংশ কর্মী করোনা আক্রান্ত।
করোনা বৃদ্ধির সঙ্গে সঙ্গেও ওমিক্রন নিয়ে জোরাল হচ্ছে উদ্বেগ। করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের একাংশ কিছুটা আশার আলো দেখালেও অপর অংশ বলছে, সতর্ক না থাকলেই বিপদ।
করোনার (Corona) বাড়বাড়ন্তের কারণে স্কুলে পঠনপাঠন আপাতত বন্ধ করা হলেও, শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন। দিতে পারবেন স্কুল অ্যাক্টিভিটিজ নিয়ে পরামর্শ। স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হবে অনলাইনে (Online Class)। বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতর।