Arvind Kejriwal Arrest: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল, উত্তাল দেশের রাজনীতি
হেমন্ত সোরেনের পর এবার অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal Arrest)। আবগারি দুর্নীতি (Excise Policy Case) মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার। হাইকোর্টে (Delhi High Court) আগাম জামিনের আর্জি খারিজের পরেই আপ প্রধানকে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার। ইডি-র সদর দফতরের লক আপে রাত কাটালেন কেজরিওয়াল। রাতে তাঁকে কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি, খবর সূত্রের। আজ সকালে জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে, খবর ইডি সূত্রে। আজ পিএমএলএ আদালতে পেশ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপ, আজ সর্বোচ্চ আদালতে কেজরি-মামলার শুনানি। সকাল ১০টার পর দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি আপের। আবগারি মামলায় এর আগে বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন কবিতা। দিল্লির প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি। আপের রাজ্য়সভার সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করেছে ইডি।