KMC Election Result 2021: দ্বিতীয় স্থানে বামেদের চমক! ১৩৪টি আসন পেয়ে কলকাতা দখল তৃণমূলের | Bangla News
কলকাতা পুরভোটে ঝড় তুলল তৃণমূল। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জিতল ঘাসফুল শিবির (TMC)। বিজেপির (BJP) ঝুলিতে গেল ৩টি আসন। বাম-কংগ্রেস দুটি করে আসনে এবং নির্দলরা তিনটি আসনে জিতেছে। প্রাপ্ত ভোটের হারের নিরিখে বিজেপিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।
কলকাতা পুরভোটে প্রাপ্ত ভোটের হারে বিজেপিকে (BJP) পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এল বাম। একা সিপিএমের (CPM) প্রাপ্ত ভোটের হারও বিজেপির থেকে বেশি। পাশাপাশি, তৃণমূল (TMC) যে ওয়ার্ডগুলিতে জিতেছে, তার মধ্যে বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে রয়েছে বামপ্রার্থীরা।
হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation) রিফাইনারি প্লান্টে বিধ্বংসী আগুন। মৃত্যু হয়েছে ৩ জনের। অগ্নিদগ্ধ আরও ৪৪ জন। গ্রিন করিডোর করে বেশ কয়েকজনকে আনা হল কলকাতায়। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী। রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তার মধ্যেই ধেয়ে এল বিপদ। হলদিয়ায় (Haldia) ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনরিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৩ জন শ্রমিকের।