Morning Top News: হাইভোল্টেজ বৃহস্পতিবার, পুরুলিয়ায় প্রচারে মোদি, পশ্চিম মেদিনীপুরে তিন সভা মমতার
আজ ফের রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেড সমাবেশের ১১ দিনের মাথায় ফের বঙ্গে আগমন নরেন্দ্র মোদির (Narendra Modi)। পুরুলিয়ার ভাঙরা নবকুঞ্জ ময়দানে জনসভা করবেন তিনি। সকাল ১১টার পর জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এদিকে গত সোমবার পুরুলিয়ায় জোড়া জনসভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দু’দিনের মধ্যেই এই জেলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রীও। ফলে কেমন ভিড় হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। মঞ্চে ফ্লেক্সে লেখা হয়েছে ‘আসল পরিবর্তন এবার বিজেপি’। এদিকে আজই পশ্চিম মেদিনীপুরে ৩টি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম নির্বাচনী সভা করবেন গড়বেতা বিধানসভা এলাকার গোয়ালতোড়ের আমলাশুলিতে। দ্বিতীয় সভা কেশিয়াড়ি বিধানসভার ঔরঙ্গাবাদে। এবং সেখান থেকে তিনি যাবেন খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায়। আজ বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির প্রসঙ্গ তুলেও সোচ্চার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে এবার সারদাকাণ্ডে (Sarada Scam) তৃণমূল প্রার্থীকে সমন পাঠালেন ইডি-র আধিকারিকরা। তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে (Vivek Gupta) সমন করেছে ইডি (ED)। ইডির তরফে জানানো হয়েছে, সারদাকাণ্ডের তদন্ত করতে গিয়ে তাঁর নাম উঠে আসে। সুদীপ্ত সেনের সঙ্গে বিবেক গুপ্তের কোম্পানির আর্থিক লেনদেন হয়েছিল বলে জানা যাচ্ছে। আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ডাকা হয়েছে।