Morning Top News : সকালের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে আনন্দ সকালে
কয়লাকাণ্ডে বাঁকুড়া থানার আইসি (IC) অশোক মিশ্রকে (Ashok Mishra) গ্রেফতার করেছে ইডি (ED)। আর এই মামলায় রাজ্যের কোনও পুলিশ আধিকারিক গ্রেফতার হতেই তেড়েফুঁড়ে ময়দানে নামল বিজেপি (BJP)। এই প্রেক্ষাপটে রবিবার সিণ্ডিকেটকাণ্ডে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। গেরুয়া শিবিরের দাবি, এই অডিও টেপে যে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হচ্ছে, তারা হলেন গণেশ বাগাড়িয়া নামে এক ব্যবসায়ী এবং যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। একদিকে বিজেপির হয়ে যখন ময়দান কাঁপাচ্ছেন মিঠুন চক্রবর্তী তখন আজ থেকে তৃণমূলের হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন। শুরু হয়েছে রাজনৈতিক তর্ক-বিতর্ক। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বাংলায় এই প্রজন্মের সঙ্গে জয়া বচ্চনের কী সম্পর্ক রয়েছে? ক'জন তাঁর নাম জানেন? একসময় তিনি অভিনয় করতেন, কিন্তু আজকের সঙ্গে কী সম্পর্ক আছে? মিঠুনদা বম্বেতে রাজ করলেও, বাংলাতে তাঁর রাজ ছিল। জয়া বচ্চনের সঙ্গে এখনকার বাংলার কী সম্পর্ক?" অন্যদিকে কান্দিতে (Kandi) কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন ওই কংগ্রেস কর্মী । কংগ্রেসের অভিযোগ তৃণমূলের (TMC) দিকে। এই ঘটনায় কংগ্রেসের তরফে কান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।