RG Kar Doctor Death : ধর্না উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদের স্বর মুছতে 'অতিসক্রিয়' প্রশাসন।
RG Kar News: ধর্না উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদের স্বর মুছতে 'অতিসক্রিয়' প্রশাসন। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা, ফুটপাথে 'বিচারের দাবিতে' পড়ল আলকাতরা! প্রতিবাদের ভাষা মুছতে সকাল সকাল দেওয়ালে, দরজায় চুনকাম! এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের।
মার খেয়ে মেরে আসবেন, বাকিটা আমি বুঝে নেব। সাপ ফোঁস করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন। বাঁকুড়া শহরের মাচানতলায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে দলীয় কর্মীদের পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দিলেন টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি। বিভিন্ন জেলাতেই পুলিশ আধিকারিকদের অফিসে তালা লাগিয়ে দেবেন, দলের মহিলা মোর্চাকে পরামর্শ দিলেন বিজেপি রাজ্য সভাপতি। পাগলের প্রলাপ, এমন মানুষ কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, এটা বাংলার দুর্ভাগ্য, সামনে উপনির্বাচন আছে, তাই ভুলভাল বকছেন, সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। অন্যদিকে, এদিন পুরসভা পরিচালিত অনুষ্ঠান মঞ্চের গেট তালাবন্ধ থাকায়, গেট টপকে ঢোকেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় বিজেপি বিধায়ক। পুলিশ ও মহকুমা শাসকের অনুমতি থাকা সত্ত্বেও পুরসভা তালা খোলেনি, অভিযোগ সুকান্ত মজুমদারের। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কটাক্ষ, গোটাটাই বিজেপির নাটক।