SSC News: 'ধন্দ তৈরি করে নতুন ফন্দি ফিকির খুঁজলে হবে না', চিহ্নিত 'অযোগ্য', সুপ্রিম-ধাক্কা
ABP Ananda Live: র্যাঙ্ক 'জাম্প' চাকরিহারাদের পর চিহ্নিত 'অযোগ্যদেরও' ধাক্কা। ধন্দ তৈরি করে নতুন ফন্দি ফিকির খুঁজলে হবে না, আর্জি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনকাণ্ডে পুলিশি তদন্তে স্থগিত না করে ধীরে চলার নির্দেশ হাইকোর্টের। কার্যকর করা যাবে না মধ্যশিক্ষা পর্ষদের শোকজ।
ফের সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি ফাঁস। অভিযোগ, পুলিশ কনস্টেবলের ইউনিফর্ম চুরি ও সেই পোশাকে দুর্ব্যবহার করে সিভিক ভলান্টিয়ার নীরজ সিংহ। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ারকে।ছদ্মবেশ ধারণ এবং চুরির অভিযোগে, প্রগতি ময়দান থানার একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল কসবা থানা। প্রথমে থানার এক কনস্টেবলের ইউনিফর্ম চুরি, তারপর সেই পোশাক পরে কসবা এলাকায় গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ। আর এই অভিযোগে এবার গ্রেফতার করা হল এক সিভিককে। দুর্ব্যবহারের অভিযোগ জানিয়ে পুলিশে ফোন করে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে ১০০ ডায়াল করে একজন ফোন করেন। তিনি অভিযোগ করেন, নীরজ সিংহ নামে এক সিভিক ভলান্টিয়ার কনস্টেবলের পোশাক পরে খারাপ ব্যবহার করছে। কসবা থানার পুলিশ এসে গ্রেফতার করে নীরজ সিংহকে। ছদ্মবেশ ধারণ ও চুরির মামলা রুজু করেছে পুলিশ। শুরু হযেছে বিভাগীয় তদন্ত। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে উঠে আসে চুরি ও দুর্ব্যবহারের অভিযোগ। সূত্র মারফত জানা গিয়েছে, আগেও এই ধরনের কাণ্ড ঘটিয়েছে নীরজ, জেরায় তা স্বীকার করেছে অভিযুক্ত। আগামীকাল তাকে তোলা হবে আদালতে।






























