Strand Road Fire: মৃত ৬ জনের দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে
গতকাল স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের (Eastern Railway) অফিসে বিধ্বংসী আগুন। ৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। বেরোচ্ছে সাদা ধোঁয়া। সহকর্মীদের হারিয়েও রাতভর আগুন নেভানোর কাজ চালিয়েছেন দমকলকর্মীরা। ২০টিরও বেশি ইঞ্জিন কাজ করেছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে আসবে ফরেন্সিক টিম। জানা যাচ্ছে, বহুতলের যে অংশে আগুন লাগে সেখানে একাধিক প্লাইউড দিয়ে তৈরি ফলস সিলিং রাখা ছিল। ফলে আগুন মুহূর্তের ছড়িয়ে পড়ে। অন্যদিকে স্ট্র্যান্ড রোডের যেখানে আগুন লেগেছে তা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত। ইতিমধ্যেই শুরু হয়েছে মামলা রুজু করার প্রক্রিয়া। পাশাপাশি ফরেন্সিক টিম এসে পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই। লিফটের সামনে থেকে তাঁরা নমুনা সংগ্রহ করবেন বলে জানা যাচ্ছে। এরপরেই জানা যাবে কীভাবে মৃত্যু হল লিফটে আটকে থানা ৯ জনের। অন্যদিকে গতকাল রাত ১২ টা ১০ মিনিট থেকে একের পর এক ৯টি দেহ এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই শুরু হয় শনাক্তকরণ প্রক্রিয়া। ৮টি দেহ শনাক্ত করা হলেও একটি দেহ শনাক্তকরণ সম্ভব হয়নি। ৬টি দেহ ইতিমধ্যেই তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ২ জনের পরিবার বাইরে থাকায় তাঁরা এখনও এসে পৌঁছাননি। অশনাক্ত দেহটি এমনভাবেই পুড়ে গিয়েছে যে তা শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা ছাড়া আর কোনও উপায় নেই বলে জানা যাচ্ছে।