Chhak Bhanga 6ta : 'ভোট এলেই দাপাদাপি বাড়ে', মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় এজেন্সি
ABP Ananda LIVE : 'ভোট এলেই দাপাদাপি বাড়ে', মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় এজেন্সি ।তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চ থেকে সেখানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে যেমন আক্রমণ করেন, তেমনই রাজনৈতিক স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বদনাম করছে বলে অভিযোগ তোলেন। (Mamata Banerjee from TMC Rally)
এদিনের সভায় নিজের লড়াইয়ের কথা তুবেল ধরেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "আমার গোটা শরীরে এমন জায়গা নেই, যেখানে চোট নেই। রোজ ব্য়ায়াম করে, যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয়। তাও জীবনে হারতে শিখিনি। শুধুমাত্র বাম-বিজেপি নয়, আজ তৃণমূলকে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। যারা অত্যাচার করে, তাদের বলি, নির্বাচন এলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা নয়...আগে কখনও কেন্দ্রীয় সংস্থা বিজেপি বা কোনও রাজনৈতিক দল করত না।"
All Shows






























