Chokh Bhanga Chhota : মক ড্রিলের আগেই অতর্কিতে হানা, টেরই পেল না দিশেহারা পাকিস্তান
Chhok Bhanga Chhota : POK-তে পহেলগাঁও-প্রত্যাঘাত ভারতের। ভারতের প্রত্যাঘাতে জইশ-প্রধান মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্য নিহত। গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফা। ২৬/১১-র মুম্বই হামলার মাস্টারমাইন্ড মাসুদ আজহার। কান্দাহার বিমান অপহরণকাণ্ডে পণবন্দিদের ছাড়াতে এই মাসুদকেই মুক্তি দিয়েছিল ভারত। ২৪ ডিসেম্বর, ১৯৯৯: ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান IC-814 অপরহণ করে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায় জঙ্গিরা। অপহৃত বিমানের ১৭৬জন যাত্রী-সহ ১৯০ জনের মুক্তির জন্য রফা। রফা অনুযায়ী মাসুদ আজহার-সহ ৩ জেলবন্দি জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছিল । সেসময় জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদিনের সদস্য ছিল মাসুদ আজহার। ২০০০ সালে জইশ-ই-মহম্মদ গঠন করে সে। পাকিস্তানের মাটি থেকেই ভারতে একাধিক নাশকতা চালিয়েছে জইশ-ই-মহম্মদ। পাঠানকোটে জঙ্গি হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছিল মাসুদ আজাহার অনুমান গোয়েন্দাদের। নিজের ভাই রউফকেও কাজে লাগিয়েছিল আজহার।





























