SSC News: দাগি-মুক্ত হবে SSC-র নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা? নিশ্চিত করতে পারল না কমিশন
ABP Ananda LIVE: কাল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা । প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা । ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদে কাল পরীক্ষা ১৪ সেপ্টেম্বর দু’টি ধাপে পরীক্ষা নেওয়া হবে । ১৪ তারিখ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা । SSC-র পরীক্ষা ঘিরে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা এবার OMR শিটের কার্বন কপি দেওয়া হবে পরীক্ষার্থীদের । OMR শিট সংরক্ষণ করা হবে প্যানেলের মেয়াদ শেষের ২ বছর পর্যন্ত । OMR শিটের স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে । SSC-র দু’টি পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬০ হাজার
দেশজুড়ে SIR-এর প্রস্তুতি, দিল্লিতে CEO-দের সঙ্গে বৈঠকে কমিশন
দেশজুড়ে SIR-এর প্রস্তুতি, দিল্লিতে CEO-দের সঙ্গে বৈঠকে কমিশন । দিল্লিতে বৈঠকের আগে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । রাজ্যের ভোটার তালিকা থেকে শুরু করে বুথ, আগের SIR-র তথ্য' । ১০টি পয়েন্টের প্রেজেন্টেশন জমা দেবেন CEO মনোজ আগরওয়াল: সূত্র । ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মেল করে পাঠাতে হবে প্রেজেন্টেশন: সূত্র । ১০ সেপ্টেম্বর: ৩৬জন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দিল্লিতে বৈঠক






























