TMC Vs BJP: দুর্নীতি থেকে সিঁদুর, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বাগযুদ্ধে বেজে গেল ২৬-এর দামামা
ABP Ananda Live: বেজে গেল ছাব্বিশের দামামা। মোদি-মমতা বাগযুদ্ধের পরই তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে পোস্ট শুভেন্দুর।
'জিয়াগঞ্জের একজন শিক্ষক ছিলেন। ইংরেজির শিক্ষক। তিনি গতকাল রাত দেড়টার সময়, পরলোকগমন করেন। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জে। তিনি আমাদেরই একজন সহযোদ্ধা ছিলেন। অবশ্যই কিছু রোগে তিনি ভুগছিলেন, কিন্তু বিগত কয়েকদিন ধরে, তিনি প্রচন্ড দুশ্চিন্তায় ছিলেন। এবং যেহেতু এই প্যানেলটা বাতিল হয়েছে, এবং দুর্নীতির কারণে, চাকরিটা গেছে। তাই তিনি সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে পারেননি। স্ট্রোকে তিনি মারা গেছেন। তাঁর আত্মার শান্তির উদ্দেশ্যে অবশ্যই আমরা নীরবতা পালন করব পরে। আমরা এটুকু জানাই, মুখ্যমন্ত্রী দুই-তিনদিন আগে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন, যে নতুন পরীক্ষা হবে। উনি দুটো পদ্ধতির কথা বলেছেন। প্রথমেই বলেছেন পরীক্ষা। দ্বিতীয়ত বলেছেন, রিভিউ। আমরা তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি না। কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, জানেন য কতবড় একটা দুর্নীতি হয়েছে। যার জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে। ঘুমোতে হচ্ছে। শুধুমাত্র দুর্নীতির কারণে। কিন্তু আজকে তিনি বলছেন, রিভিউটা দুই নাম্বারে , এক নম্বরে পরীক্ষা। এক নম্বরে রিভিউ হওয়া উচিত।.. আবার পরীক্ষা না দিয়ে, যোগ্য যারা তাঁদেরকে পুনর্বহাল করা যায়, সেই ব্যবস্থাই কিন্তু সরকারকে করতে হবে। কোনওভাবেই ১০ বছর পরে এসে, সেই মেন্টালিটি থাকে না।' জানালেন চাকরিহারা শিক্ষক।






























