‘পুজোয় পর্যটনে নজর দিন, করোনা নিয়ে সতর্ক থাকুন’, উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর
করোনা আবহে ৬ মাস পর ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। আজ আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে জেলার জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ে অবহেলা করা যাবে না। কোভিড যোদ্ধাদের জন্য আমি গর্বিত। হাসপাতালে বেড আটকে রাখা যাবে না। পাশাপাশি, পুজোর সময় করোনা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সহায়ক কেন্দ্র নতুনভাবে তৈরি করা হয়েছে। সেখানে বিনামূল্যে পরিষেবা মিলবে। পাশাপাশি তিনি জানান, কাস্ট সার্টিফিকেট দিতে দেরি করা যাবে না। কারও পেনশন আটকানো যাবে না। রেশন নিয়ে অভিযোগের সমাধান করতে হবে। সেলফ ডিক্লেরেশন সার্টিফিকেটেই সরকারি কাজ করা যাবে। উদ্বাস্তুদের জন্যও এই পদ্ধতি কার্যকর হবে। উদ্বাস্তুদের জমির মালিকানা দিতে আইন পাস বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, জোড় করে কাজ আটকানো যাবে না এবং কর্তব্যে গাফিলতিতে পদক্ষেপ নেওয়ার মতোও হুঁশিয়ারি দেন তিনি। পুজো আসছে, পর্যটনে নজর দিন, বার্তা মুখ্যমন্ত্রীর। রাস্তা সারাইয়ে বাছবিচার নয়। চা বাগানের জন্য অনেক কাজ হলেও অপপ্রচার চলছে, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এসজেডিএ-র কাজ ত্বরান্বিত করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ইনস্পেকটর রাজ কমাতে হবে, প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।