Belgharia Shootout: বেলঘরিয়া গুলি কাণ্ডে একে অপরকে নিশানা করছে বিজেপি ও তৃণমূল
তৃণমূলের পার্টি অফিসে হামলা, গুলি চালানোর অভিযোগ ঘিরে উত্তপ্ত বেলঘরিয়া (Belgharia)। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল পার্টি অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে বন্দুকের বাট দিয়ে ২ তৃণমূল কর্মীকে মারধর করা হয়। আক্রান্ত কর্মীরা বর্তমানে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। রাতেই ঘটনাস্থলে যান মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, এলাকায় প্রোমোটিংয়ের নামে দুষ্কৃতীরাজ ও সিন্ডিকেটের দাপট বেড়েছে। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, মদন-ঘনিষ্ঠরাই হামলার সঙ্গে যুক্ত রয়েছে। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে। জানা যাচ্ছে, একটি ক্লাবের কতৃত্ব কাদের হাতে থাকবে, তাই নিয়েই এই ঘটনার সূচনা। প্রকাশ্যে এসেছে ঘটনার পরের মুহূর্তের সিসিটিভি ফুটেজ।
অন্যদিকে, ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে বিজেপি প্রতিবাদে অনড় থাকায় বাড়তি ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। কাল বিজেপির অভিযান রুখতে থাকবেন ১ হাজার পুলিশকর্মী। তাঁদের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত কমিশনার, দুইজন যুগ্ম কমিশনার ও আট জন ডেপুটি কমিশনার।