BJP: অন্তর্ঘাতেই পুরভোটে ভরাডুবি, দলীয় বৈঠকে বিস্ফোরক একাধিক বিজেপি প্রার্থী | Bangla News
দলের সাংগঠনিক দুর্বলতা, অন্তর্ঘাতেই হার হয়েছে কলকাতা পুরভোটে। হেস্টিংসের বৈঠকে ক্ষোভ উগরে দিলেন একাধিক বিজেপি প্রার্থী। দল ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্য সভাপতি। বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, খোঁচা তৃণমূলের।
এদিকে, বকেয়া পুরভোট নিয়ে কাল কমিশনের সর্বদলীয় বৈঠক। কাল দুপুর ২ টোয় রাজ্য নির্বাচন কমিশনের সর্বদল বৈঠক। কাল বিকেল ৪টেয় সাংবাদিক সম্মেলন করতে পারে কমিশন। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর - ৪ পুরসভা নিয়ে কাল সর্বদলীয় বৈঠকের সম্ভাবনা। হাওড়া-বালি পুরসভা বিল নিয়ে এখনও জটিলতা। কবে হাওড়া পুরসভায় ভোট? এখনও জটিলতা। ‘২২ জানুয়ারি বকেয়া ৫ কর্পোরেশনের ভোট করাতে চায় কমিশন। ২৭ ফেব্রুয়ারি ১০৯টি বকেয়া পুরসভার ভোট করাতে চায় কমিশন’, বকেয়া পুরভোট নিয়ে হাইকোর্টে এমনই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) পক্ষে ফের সওয়াল রাজ্যপালের (Jagdeep Dhankhar)।
বিজেপিতে (BJP) আরও বিদ্রোহ! গ্রুপ ত্যাগ ৪ বিধায়কের। একসঙ্গে বাঁকুড়ার (Bankura) ৪ বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ। গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। গ্রুপ ছাড়লেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। গ্রুপ ছাড়লেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। গ্রুপ ছাড়লেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিজেপির অস্বস্তি বাড়িয়ে একসঙ্গে ‘বিদ্রোহী’ ৪ বিধায়ক।