(Source: ECI/ABP News/ABP Majha)
Cyber Crime: সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার অভিনেত্রী শ্রুতি দাস
সোশ্যাল মিডিয়ায় গায়ের রং নিয়ে কটূক্তি। বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার অভিনেত্রী শ্রুতি দাস। দোষীদের শাস্তির দাবিতে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ জানালেন শ্রুতি। তাঁর পাশে দাঁড়িয়েছেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। বর্তমান যুগে দাঁড়িয়ে এই ধরণের বর্ণবিদ্বেষী মনোভাবের তীব্র বিরোধিতা করেছেন তাঁরা। অন্যদিকে আজ অভিযোগ পেয়ে শ্রুতি দাসের বাড়িতে যান সাইবার ক্রাইম বিভাগের দুই প্রতিনিধি। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন। প্রসঙ্গত, শ্রুতি বলেন, “বিষয়টি আজকের নয়। যেদিন থেকে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, সেদিন থেকেই চলছে। তবে আমি একা নই যাকে এই ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। আমাদের গায়ের রঙ আমাদের হাতে নেই। কোথাও কোনও আইনে লেখা নেই, মুখ্য চরিত্রকে সবসময় ফর্সা হতে হবে। যিনি চরিত্রায়ন করেন, তিনি ভেবেচিন্তেই ঠিক করেন। এটা সকল দর্শকের বোধগম্য হয় না, তবে তা তাঁদের ব্যক্তিগত সমস্যা। এখন সেই ব্যক্তিগত সমস্যা বা রাগগুলো বের করার জায়গা হয়েছে সোশ্যাল মিডিয়া।“