এক ডজন গল্প: রাজ্য পুলিশের DG-র অপসারণ নিয়ে কী বললেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত?
এডিজি আইনশৃঙ্খলার পরে এবার অপসারিত হলেন ডিজিও। ভোটের মুখে অপসারিত করা হল রাজ্য পুলিশের ডিজিকে। বীরেন্দ্রর বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছেন বিরোধীরা। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সরাল নির্বাচন কমিশন। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না বীরেন্দ্র। রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন নীরজনয়ন পাণ্ডে। এই নিয়ে এবিপি আনন্দর প্রতিনিধি অতনু হালদার জানান, " ডিজি বীরেন্দ্রের বিরুদ্ধে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বিরোধী দলগুলি। তিনি শাসকদলের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তোলা হয়েছিল। বিজেপির অভিযোগ ছিল তারা সুবিচার পাচ্ছে না। কারণ রাজ্য পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং শাসকদলের পক্ষে তাদের আচরণ যাচ্ছে।"
এই নিয়ে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বলেন, "এটি নির্বাচন কমিশনের একটি বড় পদক্ষেপ। ২০০৪ সালের ট্রাডিশন এখনও নির্বাচন কমিশন বজায় রেখেছে। বীরেন্দ্র সাহেবের খুব অল্প দিনই চাকরি ছিল। তিনি লো প্রোফাইল মেনটেন করতেন। ভদ্র মানুষ, ভদ্র লোক। কী কারণে সরিয়েছে জানি না। নিশ্চয় কোনও কারণ আছে। তবে নির্বাচন কমিশন একটি বার্তা দিতে চাইল এই অপসারণের মধ্যে দিয়ে।
অন্যদিকে, রুদ্রনীল ঘোষের ফেসবুক পোস্টে এবার দেখা গেল যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে ছবি। জল্পনা বাড়িয়ে এক ফ্রেমে দেখা গেল তিন তারকাকে। এই বিষয়ে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, "যিশু বিজেপিতে যোগ দিতে চায় কি না তা যিশুই বলতে পারেবন। ২০২১-এর নির্বাচন নিয়ে প্রত্যেকেই আলোচনা করছেন। বাড়ির রান্নাঘরেও সেই আলোচনার জের পৌঁছেছে।"