West Bengal Violence: সুপ্রিম কোর্টে বাংলার হিংসা-মামলা, সরে দাঁড়ালেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়
সংক্রমণ নিম্নমুখী, দেশজুড়ে আরও মেল/এক্সপ্রেস চালানোর ছাড়পত্র। আরও ৬৬০টি মেল/এক্সপ্রেস চালানোর ছাড়পত্র কেন্দ্রের। স্বাভাবিক সময়ে দেশে মেল/এক্সপ্রেস চলে ১,৭৬৮টি। করোনার কারণে এতদিন ৩২৩টি মেল/এক্সপ্রেস চলছিল দেশজুড়ে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মেল/এক্সপ্রেসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। কোন ট্রেন কখন চলবে, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত। সংশ্লিষ্ট রাজ্যের করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে জোনগুলি।
সুপ্রিম কোর্টে বাংলার হিংসা-মামলা, ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হল না সুপ্রিম কোর্টে বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি। বিচারপতি সরে দাঁড়ানোয় এবার মামলা যাবে অন্য বেঞ্চে। বাংলার হিংসা-মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশের আবেদন সর্বোচ্চ আদালতের। মামলা যায় বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ২ সদস্যের বেঞ্চে।
ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে পরিস্থিতি খতিয়ে দেখতে পারে জাতীয় মানবাধিকার কমিশন। তাতে সবরকম সহযোগিতা করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ আদালতের।
নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা পিছিয়ে গেল। বিচারপতি কৌশিক চন্দের সঙ্গে অতীত বিজেপি-যোগের দাবি করে এজলাস বদলের আবেদন। বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ বিজেপির।
ভোট পুনর্গণনা অথবা খারিজের দাবি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুরুলিয়ার বলরামপুর, পূর্ব মেদিনীপুরের ময়না, হুগলির গোঘাট এবং উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থী।
কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার দু’জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাটুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে সিইএসসির গাড়ি ভাঙচুর হয়। হরিদেবপুর তার ছিঁড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর।
খালের নাব্যতা হ্রাসের কারণেই জল নামছে না কলকাতায়। গঙ্গায় ভাঁটা থাকলেও খালে স্রোত না থাকায় দাঁড়িয়ে যাচ্ছে জল। দ্রুত কলকাতা শহরের গুরুত্বপূর্ণ খাল সংস্কারের সিদ্ধান্ত। নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত। কালই দুটি গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন। ইএম বাইপাসের কেপিটি খাল ও সন্তোষপুরের মণি খাল পরিদর্শন করবেন পুরসভা ও সেচ দফতরের আধিকারিকরা।