Ek Dozen Golpo: তৃণমূলের বিধায়কের নাম ভাঙিয়ে রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ।Bangla News
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের। ক্যামাক স্ট্রিটে অভিষেকের উপস্থিতিতে যোগদান ব্যারাকপুরের বিজেপি সাংসদের। তৃণমূলের উত্তরীয় পরিয়ে অর্জুনকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক। ‘তৃণমূলের জন্মলগ্ন থেকেই অর্জুন তৃণমূলের সঙ্গে ছিলেন। ২০১৯-এ কোনও কারণে বিজেপিতে যোগদান করেছিলেন। দেশের রাজনীতিতে মমতার প্রাসঙ্গিকতা অনুভব করেই তৃণমূলে ফিরলেন অর্জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপিতে যোগদান। আমার সংসদীয় এলাকায় পাটশিল্প বঞ্চিত হচ্ছে। সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে দরবার করেছি। পাটশিল্পের পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন’
মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূল বিধায়কের নাম ভাঙিয়ে রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হয়েছে।
রোটিংয়ের সময় প্রবল ঝড়। রবীন্দ্র সরোবরে জলে ডুবে ২ কিশোরের মৃত্যুর পর আতঙ্কে রয়েছেন অন্য অভিভাবকরা। আপৎকালীন পরিস্থিতির জন্য স্পিডবোট রাখার বিষয়ে গ্রিন ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে লেক ক্লাব কর্তৃপক্ষ।
হাওড়ার বেলিলিয়াস লেনে ভাড়া বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি দুই বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।