এক ডজন গল্প: বেলঘরিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় আহত তৃণমূল বিধায়ক Madan Mitra | Bangla News
আর্থিক সঙ্কট থাকলেও কলকাতা পুরসভায় (KMC) পেনশন বন্ধ নয়। পেনশন বন্ধের নোটিস কে দিয়েছে তদন্ত হচ্ছে, জানালেন ফিরহাদ (Firhad Hakim)। বিজেপি (BJP) নয়, তৃণমূলেরই কেউ নোটিস দিয়েছে, পাল্টা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
পদ্ম সম্মান পাওয়ায় শুভেচ্ছা জানাতে উস্তাদ রাশিদ খানের বাড়িতে ভারতী ঘোষ ও রুদ্রনীল ঘোষ। নাকতলার বাড়িতে শিল্পীর সঙ্গে আলাপচারিতা দুই বিজেপি নেতার। সম্মান পাওয়ায় খুশি, বিতর্কে জড়াতে চাই না, প্রতিক্রিয়া রাশিদ খানের। অনেকে ইচ্ছে করেই বিতর্কে জড়াতে চাইছেন, রাশিদ খানের সঙ্গে দেখা করার পর মন্তব্য রুদ্রনীল ঘোষের।
চলন্ত গাড়িতে মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকার বাসিন্দা। গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। ধৃতের নাম করিম আলম, ধৃতের পুলিশ হেফাজত। অভিযুক্তকে টি আই প্যারেডে সনাক্ত করলেন অভিযোগকারিণী।
পথ দুর্ঘটনায় আহত তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বাইক চালিয়ে বেলঘরিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বেসামাল হয়ে বাইক থেকে পড়ে গিয়ে আহত হন মদন মিত্র। পায়ে চোট পেয়েছেন তিনি।